ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সুবর্ণচরে শিশুসহ ৬ রোহিঙ্গা আটক 

নোয়াখালী প্রতিনিধিঃ

প্রকাশিত : ২১:৪৮, ৩ নভেম্বর ২০২১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে ৬ জনকে সুবর্ণচরে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ৩ শিশু ও ৩ নারী রয়েছেন। তারা সবাই ভাসানচর ৭৬ নম্বর  ক্লাস্টারের বাসিন্দা। 

বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ এর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাসিনা বেগম(৩৭), সাইফুল ইসলাম(১১), আলমার জাহান(৩৩), মো. ইয়াছিন(৩), রোজিনা আক্তার (১৯) ও মো. আজিজ(১), 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আটককৃতদের মধ্যে ৩ জন শিশু ও ৩ নারী । কোস্টগার্ডের মাধ্যমে তাদের বৃহস্পতিবার সকালে ভাসানচরের ক্যাম্পের উদ্দেশে পাঠানো হবে।

তিনি আরও জানান, ভোরে রোহিঙ্গাক্যাম্পের দালালের সহযোগিতায় ৩ শিশু ৩জন নারী রোহিঙ্গা ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। যাত্রা পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রোহিঙ্গাদের দেখতে পেয়ে স্থানীয়  চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান 
পুলিশকে জানায়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি