শীতলক্ষায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ ২ নারী
প্রকাশিত : ২৩:৩৩, ৩ নভেম্বর ২০২১
নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্ক হেডের ধাক্কায় যাত্রীসহ নৌকা ডুবিতে দুই নারী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করছে নৌ পুলিশ ও ফাযার সার্ভিসের সদস্যরা। উপজেলার চনপাড়া-নোয়াপাড়া নৌ ঘাটে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুইজন নারী হলেন- চনপাড়া এলাকার তারা মিয়ার স্ত্রী জাবেদা (৪০) ও সেলিম মিয়ার মেয়ে চিটতি (১৭)।
ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বুধবার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি চনপাড়া থেকে নোয়াপাড়া যাচ্ছিল। এসময় নদীর মাঝে গেলে বাল্ক হেডের ধাক্কায় নৌকাটি হঠাৎ ডুবে যায়। নৌকায় থাকা ২০ জন যাত্রীর মাঝে ১৮ জন সাঁতরে তীরে উঠে এসেছেন। তবে ২ জন নারী নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসে দুবুরী দলকে খবর দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপপরিচালক আবদুল্লা আল আরেফিন জানান, নৌকা ডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে। পাশাপাশি নৌ পুলিশের সদস্যরাও নদীতে তল্লাসী করছে নিখোঁজদের উদ্ধারের জন্য।
আরকে//
আরও পড়ুন