ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাঁজাসহ আটক সাধুর কারাদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯, ৪ নভেম্বর ২০২১

ঢাকার দোহারে লিটন সাধু (৫০) নামে এক ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। 

পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। 

মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

দোহার উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি