ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাঁজাসহ আটক সাধুর কারাদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯, ৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে লিটন সাধু (৫০) নামে এক ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। 

পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। 

মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

দোহার উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি