ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বাস্থ্য কেন্দ্রে করোনা টিকা নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৯, ৪ নভেম্বর ২০২১

এই কেন্দ্রে টিকা নিতে যান বৃদ্ধ নিজাম উদ্দিন

এই কেন্দ্রে টিকা নিতে যান বৃদ্ধ নিজাম উদ্দিন

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় করোনা টিকা নিতে গিয়ে নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মৃত নিজাম উদ্দিন উপজেলার গালিমপুর মণ্ডলপাড়ার মৃত নয়ন আলীর ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। দ্বিতীয় ডোজ টিকা নিতে তার কাছে থাকা কাগজের ফটোকপি লাগবে জানতে পেরে তিনি সেটি ফটোকপি করতে যাবেন। 

এমন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজাম উদ্দিনের মৃত্যু হয়েছে। 

পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি