ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে কালী মণ্ডপে সিসি ক্যামেরা দিলেন সাবেক ছাত্রনেতা দেবাশীষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যশোরে কালী পূজার মণ্ডপে সিসি ক্যামেরা দিলেন শেখ ফজলুল হক  মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক যশোরের পৃষ্ঠপোষক, সাবেক ছাত্রনেতা দেবাশীষ রায়। সকালে শহরের টিভি ক্লিনিক পাড়া পূজা কমিটির কাছে সিসি ক্যামেরাগুলো হস্তান্তর করা হয়। 

দেবাশীষ রায়ের পক্ষে যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা নিয়াজ মাহমুদ শাহীন পূজা কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবুর হাতে এই উপহার তুলে দেন। মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও সরঞ্জাম দেয়ায় খুশি স্থানীয়রা। 

পূজা কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু জানান,  কালী পূজার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেবাশীষ রায় আমাদের যে সহযোগিতা করেছেন সেটার জন্য আমরা আনন্দিত এবং একই সাথে গর্বিত। এলাকাবাসী তার জন্য মঙ্গল কামনা করে ইতিমধ্যে প্রার্থনা করেছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায় করোনাকালে যশোরে শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক করেন। করোনার কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান।

সূত্র-বাসস

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি