ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সুবর্ণচরে হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৮, ৫ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:৩৯, ৫ নভেম্বর ২০২১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে প্রতিপক্ষের হামলা শেখ ফরিদ প্রকাশ ফরিদ সর্দার (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি মারা যান। ঘটনায় আহত হয়েছেন চাঁন মিয়া (৩৫) নামের আরও একজন। 

নিহত ফরিদ সর্দার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকার কালা মিয়ার ছেলে। আহত চাঁন মিয়া একই এলাকার মো. খুরশিদের ছেলে। পুলিশ বলছে, নিহত ফরিদ সর্দার মৃত নূর নবী প্রকাশ নোব্ব্যা চোরা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে চরক্লার্ক ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মোটরসাইকেরযোগে বাড়ি যাচ্ছিলেন ফরিদ সর্দার ও চাঁন মিয়া। পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে ফরিদ ও চাঁন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে আহত এবং পরে ফরিদ সর্দারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান ফরিদ সর্দার।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে মৃত নোব্ব্যা চোরার ছেলেরা ফরিদের ওপর হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি