ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আতশবাজিকালে গলায় পটকাবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৩, ৫ নভেম্বর ২০২১

নওগাঁর বদলগাছীতে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলির উৎসবে আতশবাজি করার সময় গলায় পটকাবিদ্ধ হয়ে শ্রাবণ কান্ত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শ্রাবণ ওই গ্রামের নিশি কান্তর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের শিব মন্দিরের পাশে দীপাবলি উৎসবের আতশবাজি করছিল শ্রাবণসহ অন্যরা। এসময় অসতর্কতাবশতঃ রকেট পটকায় আগুন দিলে সেই পটকা উড়ে এসে শ্রাবণের গলা ভেদ করে ভিতরে প্রবেশ করে। তাৎক্ষণিক শ্রাবণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি