ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অফিসে ঢুকে গুলি, মেম্বার প্রার্থীসহ দু’ভাই আহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ৬ নভেম্বর ২০২১

গুলিবিদ্ধ দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে

গুলিবিদ্ধ দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে

কক্সবাজারে ইউপি নির্বাচনে সহিংসতার জের ধরে অফিসে দুর্বৃত্তদের গুলিতে মেম্বার প্রার্থী কুদুরত উল্লাহ ও ভাই জহিরুল ইসলাম সিকদার নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তার ভাই কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কুদরত উল্লাহ সিকদারের অফিসে দুর্বৃত্তরা গুলি চালায়। 

মোটরবাইকে করে আকস্মিক এসে সরাসরি কুদরত উল্লাহ সিকদার ও জহির উল্লাহ সিকদারকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তারা দুজনই মাটিতে লুটে পড়ে। এসময় কুদরত উল্লাহ সিকদারের সহকারীসহ আরও কয়েকজন আহত হয়।

জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনছারী বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত বাহিনী এই ঘটনা ঘটায়। তারা বার বার কুদরত উল্লাহর নির্বাচনী সভায় হামলা করে আসছিল।

পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি