ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের পাঁচদিন পর শিশুর হাত-পা কাটা লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২০, ৬ নভেম্বর ২০২১

শিশু লাবনী আক্তার (৬)

শিশু লাবনী আক্তার (৬)

Ekushey Television Ltd.

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর লাবনী আক্তার (৬) নামের এক শিশুর হাত-পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দুপরে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিখোজের পাঁচদিন পর বাড়ির পাশের সুপারি বাগানে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

লাবনীর মা বলেন, ‘তার শিশু মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ লাবনী নিখোঁজ হওয়ার পর তিনি সাধারণ ডায়রি করেছিলেন ইন্দুরকানী থানায়। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানিয়েছেন, অপরাধিকে শনাক্তের চেষ্টা চলছে। গুরুত্বের সাথেই পুলিশ এ মামলার তদন্ত করবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি