ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাস্তার পাশ থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৯, ৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:২১, ৬ নভেম্বর ২০২১

নাটোরের লালপুরে মতিউর রহমান মতি (৫০) নামের এক ইউপি সদস্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হতে পারে।

শনিবার (৬ নভেম্বর) সকালে দুয়ারিয়া ইউপি’র মাঝগ্রাম রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার দুয়ারিয়া ইউপির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে স্থানীয়রা মাঝগ্রামের রাস্তার পাশে সাদা রং-এর শার্ট ও কালো প্যান্ট পড়া অবস্থায় ইউপি সদস্য মতিউর রহমান মতির লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।

লালপুর থানার ওসি ফজলুর রহমান জানায়, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্য পানের কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান তিনি ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি