ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যুবককে কুপিয়ে ও গুলি করে পালাল মুখোশধারীরা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৮, ৬ নভেম্বর ২০২১

হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহাগ

হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহাগ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে সোহাগ উদ্দিন (২৫) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় একদল মুখোশধারী। শনিবার (৬ নভেম্বর) দুপুরে পুদিপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। 

আহত সোহাগ উদ্দিন পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোটর মহাব্বতপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুদিপাড়া বাজারের একটি হোটেলে বসে ছিল সোহাগ উদ্দিন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত ৩ মুখোশধারী এসে সোহাগের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর, কুপিয়ে ও পরে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সোহাগকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে সোহাগ নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি