ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধা সন্তানের অভিনব প্রতিবাদ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২, ৭ নভেম্বর ২০২১

তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির অভিনব প্রতিবাদ জানিয়েছে নাটোরে রফিকুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধার সন্তান। সামনে ১টি গ্যাস সিলিন্ডার রেখে এবং কাঁচা সবজি চিবিয়ে খেয়ে প্রতিবাদ জানান তিনি। 

রোববার সকালে নাটোর প্রেসক্লাব এলাকায় ‘গ্যাস কেনার সাধ্য নাই, আসুন তবে কাঁচাই খাই’ এই স্লোগান লেখা ব্যানার টানিয়ে প্রতিকি প্রতিবাদ জানান তিনি। 

এই সাংস্কৃতি কর্মী রাজপথে বসে প্রতিকি ধর্মঘট করেন। এ সময়ে তিনি ব্যানার টানিয়ে ১টি গ্যাস সিলিন্ডার রেখে এবং কাঁচা সবজি চিবিয়ে খেয়ে প্রতিবাদ জানান।

এসময় তিনি হ্যান্ডমাইকে তেল ও গ্যাসের মূল্য কমানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। 

তার এই অভিনব প্রতিকি প্রতিবাদ করা দেখে অনেকেই থমকে দাঁড়ান। কেউ কেউ একাত্মতা প্রকাশ করেন। তার পাশে বসে প্রতিকি প্রতিবাদও জানান।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি