ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেঘনায় মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ৭ নভেম্বর ২০২১

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। এসময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন।

শনিবার রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজরা হলেন বাবা মো. নুরুজ্জামান (৫০) ও ছেলে নুর উদ্দিন (২৮)। তারা উপজেলার চর ফলকন ইনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার নতুন বাসিন্দা। এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু গ্রামে ছিল।

স্থানীয় চর ফলকন ইউনিয়নের ইউপি সদস্য বাবুল দেওয়ান বাবা-ছেলে নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে তাদের নৌকায় ধাক্কা লাগে। এতে ৬ জেলেসহ নৌকাটি নদীতে ডুবে যায়। এসময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়।

স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। কিন্তু সে সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন।

এদিকে, স্থানীয় লোকজন ও স্বজনরা রাত থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে খুঁজেও তাদের সন্ধান পায়নি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান রোববার সকালে জানান, বিষয়টি তিনি জেনেছেন। তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি