ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ৭ নভেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়য় পানিতে ডুবে আদিবা ও আরিফা নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত আদিবা ও আরিফা অষ্টগ্রামের উত্তরপাড়াস্থ আলী হোসেনের মেয়ে। দুই বোনেরই বয়স দুই বছর। 

স্বজনরা জানান, শিশু দুটি বাড়ির পাশেই পুকুরের পাড়ে খেলা করছিল। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় শিশু দুটির খোঁজ করতে থাকে। পরে এলাকাবাসী দুপুরের দিকে তাদের মৃতদেহ পানিতে ভেসে উঠতে দেখে। তাৎক্ষণিকভাবে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই বোনকেই মৃত ঘোষণা করেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানা হয়। তবে কোনো অভিযাগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি