ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ৭ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গা শহরে দুর্বৃত্তরা মাহবুবুর রহমান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে আলহেলাল ইসলামি একাডেমি চত্ত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। নিহত মাহবুবুর চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন আলী জানান, ‘এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষকরা অফিস কক্ষে ফিরে আসেন। পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের প্রস্তুতি চলছিল। অন্য শিক্ষার্থীদের আর্তচিৎকারে বাইরে গিয়ে ওই ছাত্রকে স্কুলপ্রাঙ্গণে পড়ে থাকতে দেখা যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় শিক্ষকরা।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে। এসময় তারা তন্ময়কে অতর্কিতে কুপিয়ে পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর বেলা ১২টার পরপরই একটি মোটরসাইকেলে চেপে বিদ্যালয়ে যায়। এরপরই তিন কিশোর ধারালো অস্ত্র নিয়ে বিদ্যালয় চত্বরে যায় এবং প্রকাশ্যে মাহবুবুরকে কুপিয়ে জখম করে। মুমুর্ষ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি