ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেগমগগঞ্জে টিটু বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫১, ৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তারেক হোসেন (২১) ও ফয়সাল আমিন (৩০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুইজন সন্ত্রাসী টিটু বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রোববার ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, একাব্বরপুর গ্রামের মো মিলনের ছেলে তারেক হোসেন ও ভবভদ্রী গ্রামের ফকির আব্দুল মান্নানের ছেলে ফয়সাল আমিন।

পুলিশ জানায়, আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী গ্রেপ্তারের বিশেষ অভিযানের অংশ হিসেবে আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী তারেক ও ভবভদ্রী গ্রামের অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তারা উভয় অস্ত্রধারী সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত দুই সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধিন রয়েছে। সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি