ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাচার হওয়া ২ যুবক তিন বছর জেল খেটে ফিরল দেশে

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৯, ৭ নভেম্বর ২০২১ | আপডেট: ২৩:৫৫, ৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সীমান্তের অবৈধ পথে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি যুবককে উদ্ধারের পর তিন বছর কারাভোগ শেষে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা যুবকরা হলো, চট্রগ্রামের লোহাগড়া উপজেলার ঝন্টু বাড়ৈর ছেলে টিটুল বাড়ৈই (৩০) ও একই এলাকার আমল বাড়ৈর ছেলে মিন্টু বাড়ৈই (২৫)।

ফেরত আসা যুবক মিন্টু বাড়ৈই জানান, ভালো কাজ দেয়ার নাম করে এক দালাল তাদের সীমান্তের অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে কাজ না দিয়ে তাদেরকে ভারতে রেখে পালিয়ে আসে দালাল চক্র। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। তিন বছর কারাভোগ শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরে আসে। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, থানা থেকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি