ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেলফি তুলতে গিয়ে মৃত্যু যুবলীগ নেত্রীর দাফন সম্পন্ন 

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৩, ৮ নভেম্বর ২০২১ | আপডেট: ০৮:২৫, ৮ নভেম্বর ২০২১

রুমানা আক্তার মিতু

রুমানা আক্তার মিতু

Ekushey Television Ltd.

পাবনা সদর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতুর দাফন সম্পন্ন হয়েছে৷ 

রোববার দুপুরে পাবনা আলিয়া মাদ্রাসা মসজিদে তার জানাজা হয়৷ পরে পাবনা সদর আরিফপুর গোরস্থানে তাকে দাফন করা হয়৷ 

গত ২৪ অক্টোবর ভাংগুড়া উপজেলার দিলপাশাড়ে রেললাইনে ব্রিজের ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়৷ পরে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীতে একটি হাসপাতালে ভর্তি করা হয়৷

শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মকসেদ আলীর মেয়ে মিতু। 

তার অকাল মৃত্যুতে পাবনা জেলার সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন৷

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি