ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শরীয়তপুরে নির্বাচনী সহিংসতায় আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

শরীয়তপুরে আংগারিয়ার দাতপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে প্রতিপক্ষের বোমা হামলায় ২০ জন আহত হয়েছেন।  কয়েকটি বসতবাড়ি দোকানপাটও ভাংচুর এবং লুটপাট করা হয়।

স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে মনোহর বাজার এলাকায় একটি নির্বাচনী মিছিল বের করা হয়।

এ পর্যায়ে এই মিছিল থেকেই হামলা চালানো হয় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে। নৌকার সমর্থকরা অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা রাম দা, টেটা, সরকি, ককটেল বোমাসহ অতর্কিত হামলা চালায়।

সময় অফিসে থাকা বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি, আশেপাশের কয়েকটি বসতবাড়ি দোকানঘর ভাংচুর লুটপাট করে তারা।

বোমা হামলা সংঘর্ষে মেম্বার প্রার্থী নৌকা প্রতীকের ১৫ কর্মী-সমর্থকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি