ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

উখিয়ায় অস্ত্র কারখানার সন্ধান, ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৫, ৮ নভেম্বর ২০২১ | আপডেট: ১০:৪৩, ৮ নভেম্বর ২০২১

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখানে অভিযান চালিয়ে বেশকিছু ১০টি বন্দুক ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জামসহ  ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) ভোররাতে ওই অস্ত্র কারখানায় অভিযান চালায় র‌্যাব। এ সময়ে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। 

আটক রোহিঙ্গরা হলেন- কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯) ও  হাবিব উল্লাহ (৩২) এবং জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছান (২৪)।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কুতুপালং এলাকার দুর্গম পাহাড়ে অভিযান শুরু করে। সেখানে সন্ত্রাসী রোহিঙ্গারা অস্ত্র তৈরি আসছিল। সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করলে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। 

রাতে চার ঘন্টার বেশি সময় ধরে গুলিবিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে নেয়া হয়। সেখান থেকে পাঁচটি পিস্তল, পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও ৩ সন্ত্রাসীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়, জানান র‌্যাব কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি