ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রংপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের বর্ণাঢ্য আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ৮ নভেম্বর ২০২১

রংপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সংবাদ সম্মেলন

রংপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সংবাদ সম্মেলন

শিশু-কিশোরদের মাসব্যাপী নানা প্রতিযোগিতা শেষে রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেখ রাসেল দিবস পালন করা হবে।

দিবসটিকে কেন্দ্র করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে আগামী ১০ নভেম্বর টাউন হলে চিত্রাঙ্কন, রচনা, সুন্দর হাতের লেখা, কুইজ, ক্রিকেট, ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী এমপি। বক্তব্য রাখবেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কেএম শহিদ উল্যা ও কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন সাজু এ তথ্য জানান। 

এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম সুইট, সদস্য সচিব সঙ্গীত শিল্পী অন্তর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের সর্ববৃহৎ শিশু-কিশোরদের সংগঠন হিসেবে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শিশু-কিশোরদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সাইফুল ইসলাম সুইট বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কাজ হলো- রাস্তা থাকলে হাঁটো; স্কুল থাকলে থামো; শিশু-কিশোরদের বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে জানাও। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুকে জানলে শিশু-কিশোররা বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তুরের গণঅভ্যূত্থান, ছয় দফাসহ মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। 

এ স্বাধীন দেশ অর্জনের পেছনে মানুষের আত্মত্যাগগুলো জানতে পারবে। সেটি জানাতে পারলেই আমরা সফল বলে জানান তারা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি