ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লোহাগড়ায় বোমা বিস্ফোরণে যুবকের হাত বিচ্ছিন্ন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫০, ৮ নভেম্বর ২০২১

যুবকের চিকিৎসা চলছে

যুবকের চিকিৎসা চলছে

নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের কুন্দশী চৌরাস্তা এলাকায় বোমা বিস্ফোরণে শাহাজাদা মোল্যা (৩৮) নামে এক যুবকের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 

রোববার (৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শাহাজাদা লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামের আকবার মোল্যার ছেলে। 

গুরুতর আহত শাহাজাদাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
শাহাজাদার মামা মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, কুন্দশী চৌরাস্তা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় শাহাজাদার ওপর বোমা হামলা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম জানান, শাহাজাদার ডান হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
 
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, বোমা বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক। শাহাজাদা মোল্যাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি