ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ৮ নভেম্বর ২০২১

নিহত স্বজনদের আহাজারি

নিহত স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। একটি আরটিআর মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঘুরতে বেড়িয়েছিল।

সোমবার সকালে উপজেলার ঘাটাইল-ধলাপাড়া সড়কের ধলাপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে সাঈম। নিহতরা ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূইয়া জানান, ওই তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তাদের মোটরসাইকেলটি ওভার স্পীডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। 

এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পরে নিহতদের লাশ স্বজনরা যার যার বাড়িতে নিয়ে গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি