ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে দোহার পৌরসভার বর্জ্য অপসারণ শুরু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০১, ৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ্ববর্তি অস্থায়ী ময়লার ভাগাড় অপসারণের কাজ শুরু হয়েছে। 

সোমবার সকাল ৮টার দিকে পৌরসভার কর্মচারীরা দুটি ট্রাকে করে ময়লাগুলো সেখানে থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।  

জানা যায়, পৌর মেয়র হাজী আব্দুর রহিম মিয়ার আড়িয়াল বিলের নিজস্ব জায়গায় এখন থেকে এই ময়লা ফেলা হবে। যাতে করে রতন চত্তর থেকে পশু হাসপাতাল সড়ক ও জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চলাচলকারী কোন মানুষকে আর দুর্ভোগ পোহাতে না হয়।

দোহার পৌরসভার বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার স্থায়ী জায়গা না থাকায় অস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ময়লা ফেলছিলেন পৌরসভা কর্তৃপক্ষ। ফলে ময়লার দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে স্থানীয় ও পথচারীদের।

সড়কে চলাচলকারী ভুক্তভোগীরা জানান, এমন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লার ভাগাড় তৈরি করে মানুষকে আর কষ্ট দেওয়া না হয় পৌরসভা কর্তৃপক্ষ সেদিকে দৃষ্টি দিবেন। সেই সাথে আড়িয়াল বিলে ময়লা ফেলায় পরিবেশ বিপর্যয় যাতে না ঘটে সেটিও ভাবতে হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি