ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কালিয়াকৈর কলোনিতে আগুনে ভস্মিভূত দেড় শতাধিক ঘর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:১১, ৮ নভেম্বর ২০২১

গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি কলোনির দের শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা  ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি কলোনীর একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কলোনীর বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। 

পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে কালিয়াকৈর  ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়আগুনে পুড়ে গেছে কলোনির প্রায় দুই দের শতাধিক ঘর ও মালামাল। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বাসাবাড়িতে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি । 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি