ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় প্রবাসীর কন্যার ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৫, ৮ নভেম্বর ২০২১ | আপডেট: ০০:০৮, ৯ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় সুমি খাতুন (১৮) নামে এক মালয়েশিয়া প্রবাসীর কন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার রামভদ্রপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত সুমি খাতুন উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মালয়েশিয়া প্রবাসী মাহবুর বিশ্বাসের কন্যা। 

নিহতের মা আনোয়ারা খাতুন জানান, সকালে আমি আমার বাপের বাড়ি সোনাবাড়িয়ায় ছিলাম। দুপুরে বাড়ি এসে ঘরের ভিতরে ঢুকে দেখি আমার মেয়ে সুমি গলায় ওড়না দিয়ে আড়ার সাথে ঝুলে আছে। আমার প্রতিবেশী সাজেদা ও ময়নাকে ডেকে আড়া থেকে ওড়না কেটে তাঁকে নিচে নামাই। পরে দেখি সুমি মারা গেছে। 

তিনি আরও বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে। ছেলে বড়, সে ঢাকায় পড়াশোনা করে। সুমি চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। বিদ্যালয়ে গত রোববার বিদায় অনুষ্ঠান করে এসেছে। 

এদিকে রামভদ্রপুর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল আনছারি বলেন, মেয়েটির মাথায় সমস্যা থাকার করণে সে নিজেই আত্মহত্যা করেছে। তবে বিষয়টি নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি