ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেঘনায় নৌকা ডুবির ঘটনায় বাবার মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩২, ৯ নভেম্বর ২০২১

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজের ঘটনায় বাবা মো. নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলে নুর উদ্দিনের সন্ধান এখনও পাওয়া যায়নি।

নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টায় মেঘনা নদীর মতিরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

স্বজনরা জানান, সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা ফোন দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাবা মো. নুরুজ্জামান (৫০) ও ছেলে নুর উদ্দিন (২৮) নিখোঁজ হয়। তারা উপজেলার চর ফলকন ইনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার নতুন বাসিন্দা।

নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, ওই রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কা খেলে ৬ জনসহ নৌকাটি ডুবে যায়। এসময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়।

স্বজনরা জানান, ছেলে নুরউদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে যায়, কিন্তু সে সাঁতার জানতো না। 

ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুইজনই নিখোঁজ হন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি