ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নির্বাচন উপলক্ষে এক মঞ্চে জনতার মুখোমুখি সকল প্রার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ১৮:০৪, ৯ নভেম্বর ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যানসহ সাধারন সদস্য পদের প্রার্থীগণ এক মঞ্চে, এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টাসহ দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলার ঝাড়বাডী গোগর সরকারী প্রাইমারি স্কুল মাঠে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও নাগরিক সমাজ জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রভাষক সাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক জুলফিকার আলী ভুট্টো ও সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম শেখ প্রার্থীদের স্বাগত জানান। 

এসময় বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনের সকল চেয়ারম্যান ও সাধারন সদস্য প্রার্থীগণ তাদের ইউনিয়নকে আগামীর কর্মপরিকল্পনা উপস্থাপনসহ মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নিরক্ষর মুক্ত আধুনিক পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত এবং একমত পোষণ করেন। 

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি