ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে ইউপি নির্বাচনের সরঞ্জাম বিতরণ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৭, ১০ নভেম্বর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। এরমধ্যে ২ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

বুধবার সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। 

এছাড়া বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

পুলিশ সুপার জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ১০৯১ জন পুলিশ, ২ হাজার ২৪৪ জন আনসার, ৭ প্লাটুন বিজিবি, ৭ প্লাটুন র‌্যাব, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া ১৪ ইউনিয়নে ১৩২টি ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা, মোবাইল টিম, স্ট্রাকিং টিম, স্পেশাল স্ট্রাইকিং টিম, জেলা গোয়েন্দা শাখা, সাদা পোষাকে পর্যবেক্ষণ ও তধ্য সংগ্রহ এবং সিনিয়র অফিসারদের তদারকি থাকবে, জানান পুলিশ সুপার শহিদুল ইসলাম।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি