ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোর হাসপাতালে কর্মবিরতি পালন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ১০ নভেম্বর ২০২১

কর্মবিরতিতে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা

কর্মবিরতিতে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা

নাটোর সদর হাসপাতালের নিরাপত্তা কর্মি সুজন কুমার দাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুই ঘণ্টার কর্ম বিরতি পালন করেছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। 

বুধবার বেলা ১০টা থেকে এই কর্ম বিরতি পালন শুরু করেন তারা। তবে এ সময় জরুরি বিভাগে সেবা কার্যক্রম চালু ছিল।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে পরবর্তিতে এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা।

নাটোর সদর হাসপাতালের প্রধান সহকারী স্বপ্না ঠাকুর জানান, মঙ্গলবার বিকেলে হাসপাতালে দায়িত্ব পালনরত অবস্থায় কয়েকজন সন্ত্রাসী নিরাপত্তা কর্মি সুজন কুমার দাসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদের আঘাতে সুজন রক্তাক্ত জখম হয়।

ঘটনাটি আশেপাশের লোকজন দেখতে পেয়ে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুজন নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামের গৌর চন্দ্র দাসের ছেলে।
 
সদর হাসপাতালের পরিচালক ডাঃ পরিতোষ রায় বলেন, ডাক্তারসহ সকল কর্মচারী নিঃস্বার্থভাবে রোগীদের সেবা প্রদান করে থাকেন। এরপরও ডাক্তার-কর্মচারীদের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি