ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে আহত ২০

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১০ নভেম্বর ২০২১

মাদারীপুরের কালকিনিতে আসন্ন ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

বুধবার সকালে কালকিনি উপজেলার সিডিখানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কালকিনির সিডিখান ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী চাঁনমিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় শতাধিক ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয় অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। 

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি