ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৯, ১০ নভেম্বর ২০২১

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে মো.আবদুল্যাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু চরজুবিলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আটকপালিয়ার বাজার সংলগ্ন জ্বীনেরগো বাড়ির আহছান উল্যাহ আপনের পুত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির উঠোনে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের লোক জনের অগোচরে বাড়ির পুকুরে গিয়ে পড়ে। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: আবদুর রহমান জানান, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে সে মারা গেছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি