ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউপি সদস্য প্রার্থী নিখোঁজ: সন্ধান চেয়ে থানায় জিডি

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ২১:২৯, ১০ নভেম্বর ২০২১

দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের দুইদিন আগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল হাকিম (ফুটবল মার্কা) নিখোঁজ হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর সন্ধান চেয়ে বুধবার হরিপুর থানায় জিডি করেছেন তাঁর পরিবার।   

নিখোঁজ ব্যক্তির পরিবার জানায়, আব্দুল হাকিম মঙ্গলবার বিকাল ৩ টায় নির্বাচনী প্রচারণার জন্য বাড়ী থেকে বের হন। রাতে সে বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন তার ব্যবহৃত ফোনে কল দিলে বন্ধ পায়।  এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করার পর তার সন্ধান না পাওয়ায় নিখোঁজ আব্দুল হাকিমের বড়বোনের স্বামী মুনসেফ আলী বাদী হয়ে বুধবার সকালে হরিপুর থানায় একটি জিডি করেন।  

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জিডি'র সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন নিখোঁজ আব্দুল হাকিমকে উদ্ধারের জন্য পুলিশ আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি