ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর ১৯ ইউপিতে ভোটগ্রহণ চলছে

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২৬, ১১ নভেম্বর ২০২১

ভোট দিচ্ছেন এক বৃদ্ধা

ভোট দিচ্ছেন এক বৃদ্ধা

Ekushey Television Ltd.

উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর ৪টি উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই প্রতিটা ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।  

বৃহস্পতিবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোন কেন্দ্রে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। 

যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৭৬টি ভোট কেন্দ্রে ৫৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাবের টিম এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্সসহ মাঠে ব্যাপক আইনশৃংখলা বাহিনী কাজ করছে।
 
বাউফল উপজেলার ২টি, গলাচিপা উপজেলার ৭টি, দশমিনা উপজেলার ২টি এবং সদর উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এই ১৯ ইউনিয়নে মোট ৩ লাখ ১৮ হাজার ৯শ’ ৮৩ জন ভোটারের বিপরীতে ১ জন নারীসহ ৮৭ জন চেয়ারম্যান প্রার্থী, ৬৫৩ জন ইউপি সদস্য প্রার্থী এবং ১৯৯ জন সংরক্ষিত মহিলা প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি