ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে বসছে ৬৩টি সিসি ক্যামেরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ১১ নভেম্বর ২০২১

ভান্ডারিয়ার ৬৩টি ওয়ার্ডে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে এক সপ্তাহের মধ্যে এই সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

মঙ্গলবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ননী গোপাল রায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ও উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকু রহমান টুলু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না। 

এ সময়ে উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ সিসি ক্যামেরা স্থাপনে উপজেলার অপরাধ কমে আসবে এবং অপরাধীদের চিহ্নিত করতে সহায়ক হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি