ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরের দুটি কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ১১ নভেম্বর ২০২১

গাজীপুরে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেমিক্যালের গোডাউনে আগুন লেগে তা ছড়িয়ে পরে পাশের একটি পোশাক কারখানায়।
 
বৃহস্পতিবার দুপুরের কোনাবাড়ী বিসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডাইসিন কেমিক্যাল কোম্পানির গোডাউনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। পরে পাশে থাকা লাইফ টেক্সটাইল লিমিটেড নামক একটি কারখানায় ছড়িয়ে পড়ে এতে ওই পোশাক কারখানার একটি ফ্লোরের  মালামাল পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল, কালিয়াকৈরের ও জয়দেবপুরের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি