ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪

ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সমাপনী কুচকাওয়াজ রাজশাহীতে অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৯, ১১ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:২৩, ১১ নভেম্বর ২০২১

লে. জেনারেল এসএম মতিউর রহমান নবীন সেনাসদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করছেন 

লে. জেনারেল এসএম মতিউর রহমান নবীন সেনাসদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করছেন 

স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত পদাতিক বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০২১ ব্যাচ রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে আয়োজিত প্যারেডে অংশ নেন ১ হাজার ৬৬৬ জন রিক্রুট সদস্য। 

এ সময় আর্মি ট্রেনিং এন্ড কডট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সেনা সদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন। 

পরে তিনি প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন বিষয়ে কৃতিত্বে স্বাক্ষর রাখা নবীন পাঁচ সেনাসদস্যের হাতে পুরষ্কার তুলে দেন। এর মধ্যে শাকিবুল ইসলাম প্রথম ও এসএম তরিকুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন।

এসময় দেশকে শত্রুর হাত থেকে নিরাপদ রাখতে শারীরিক, মানসিক ও সমর বিদ্যায় পারদর্শী করে তুলতে প্রতিটি নবীন সেনা সদস্যদের নির্দেশনা দেন এসএম মতিউর রহমান। 

পরে প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শিত হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি