ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই’

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৩, ১২ নভেম্বর ২০২১ | আপডেট: ১৮:৩০, ১২ নভেম্বর ২০২১

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেছেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। শুক্রবার সকালে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট স্টেডিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। 

পুলিশ সুপার বলেন, খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব। 

তিনি আরও বলেন, যারা মাদকাসক্তি বা মোবাইল ফোনের নেতিবাচক আসক্তির কারণে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে, তাদেরকে ক্রীড়া চর্চার মাধ্যমে বিপথ থেকে ফিরিয়ে আনতে হবে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি, নৃপেন্দনাথ মন্ডল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, কোষাধক্ষ্য মাসুদ রেজা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন উপস্থিত ছিলেন।

এদিকে, উদ্বোধনী খেলায় বালক বিভাগে জয়পুরহাট সদর থানা দল (২৭) পাঁচবিবি থানা দলকে (২৬) এক পয়েন্টে পরাজিত করে। অপরদিকে বালিকা বিভাগে জয়পুরহাট সদর থানা দল (১৩) কালাই থানা দলকে (০৮) পাঁচ পয়েন্টে পরাজিত করে। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি