ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল আলী ফকিরের

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৭, ১২ নভেম্বর ২০২১ | আপডেট: ১৮:২৮, ১২ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় আলী ফকির (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সীমান্তবর্তী গোগা ইউনিয়নস্থ নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। শার্শা থানা পুলিশ সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত আলী ফকির পাঁচ ভূলাট গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর গোগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমানের মনোনয়ন নিতে তার সমর্থকরা যশোর শহরে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে গোগা বাজারে আব্দুর রশিদ চেয়ারম্যানের বাহিনীর হামলায় তবিবর রহমান সমর্থিত ১২ জন আহত হয়। আহত ১২ জনের মধ্যে আলী ফকির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার ভোরে মারা যান। 

এর আগে আহত আলী ফকির শার্শা থানায় রশিদ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি মামলাও করেছিলেন। তবে পুলিশ এ পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, নির্বাচনী সহিংসহায় আহত আলী ফকির মারা গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি