ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪, ১৩ নভেম্বর ২০২১ | আপডেট: ০৮:৩৫, ১৩ নভেম্বর ২০২১

গাজীপুরের নাওজোড় এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মেহেদী হাসান তুহিন সিটি করপোরেশনের মজলিশপুর এলাকার বাসিন্দা। তিনি কোনাবাড়িতে একটি মোবাইল কোম্পানির শো রুমে বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় কোনাবাড়ির মোবাইল শো রুম থেকে বের হন তুহিন। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাতে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়স্থানীয়রা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ সিআইডি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি