ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধায় নব-নির্বাচিত ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ১৩ নভেম্বর ২০২১ | আপডেট: ১০:৪৭, ১৩ নভেম্বর ২০২১

প্রতিপক্ষের হামলায় গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য আব্দুর রউফ মাস্টার নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে লক্ষীপুর বাজার থেকে বন্ধু রুহুল আমিনের মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন আব্দুর রউফ। পথে নির্মাণাধীন একটি সেতু হেঁটে পার হচ্ছিলেন তিনি। 

এসময় আরিফ নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রউফের মাথায় এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। 

আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি