ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় নিহত ২ বোন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৭, ১৩ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:২৭, ১৩ নভেম্বর ২০২১

ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে

ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট বাজারে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় দুই মামাতো-ফুফাতো বোন নিহত হয়েছে। তারা দুজন অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার পালেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সানজিদা আক্তার ইভা (১৫) ও ফাহমিদা আক্তার (১৬)। তারা দুইজন মামাতো-ফুফাতো বোন। 

এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।

সানজিদা পূর্ব কেরোয়া গ্রামের আরিফ হোসেনের মেয়ে। সে লক্ষ্মীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। আর ফাহমিদা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে। সে ঢাকার একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফ হোসেন তার মেয়ে সানজিদা এবং ভাগ্নি ফাহমিদাকে নিয়ে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল যোগে কেরোয়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আরিফ চালাচ্ছিলেন। তার পেছনে ফাহমিদা এবং সানজিদা বসে ছিলো। 

পালেরহাট দক্ষিণ বাজারে পৌঁছলে সানজিদা এবং ফাহমিদা চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। বিপরীত থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৪৭১১) তাদের দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। 

এ ঘটনায় মোটরসাইকেল চালক আরিফুর রহমান সুস্থ আছেন, তার তেমন কিছু হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি