ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ১৩ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রয়াত কথাসাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন। দিনটি উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় তাঁর গড়া শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপিঠে নানা কর্মসূচিতে পালিত হয়েছে বরেণ্য এ লেখকের জন্মদিন।

শনিবার সকালে শহীদ স্মৃতি বিদ্যাপিঠের আয়োজনে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনটি উদযাপন করা হয়। লেখকের 

পরে শহীদ স্মৃতি বিদ্যাপিঠের শিক্ষক শিক্ষার্থী এলাকাবাসীর অংশগ্রহণে প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে আনন্দ র‌্যালী ও জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

এছাড়া ‘হিমু পাঠক আড্ডা’ নামে একটি সংগঠনের আয়োজনে লেখকের নিজ জেলা নেত্রকোনা শহরে আনন্দ র‌্যালী ও জন্মদিনের কেক কেটে দিনটি উযাপন করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি