ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে তেল ও সার পাচার রোধে বিজিবির বাড়তি সতর্কতা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:১১, ১৩ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দেশের বাজারে তুলনামুলক দাম কম হওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারতে তেল ও সারের দাম বেশী থাকার কারণে সীমান্ত দিয়ে তেল ও সার পাচারের সম্ভাবনা রয়েছে। যার কারণে দিনাজপুরের হিলি সীমান্তে তেল ও সার পাচার রোধে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা গ্রহন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা আমাদের বিজিবির নিকট এসেছে। তাতে উল্লেখ করা হয়েছে ডিজেল, কেরোসিন তেল ও সার যাতে কোনভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে। নির্দেশনা পাবার পর আমাদের বিজিবির পক্ষ থেকে সীমান্তের সকল পোষ্টে দায়ীত্বরত বিজিবিকে সতর্ক করে দেওয়া হয়েছে। 

এছাড়া ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে পণ্য খালাস শেসে তাদের নিকজ দেশে প্রবেশ করার সময় সেই ট্রাকগুলোকে চেক করা হচ্ছে যাতে এর মাধ্যমে তেল ভারতে পাচার হতে না পারে এককথাই সীমান্তে বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে এবিষয়ে জিরোটলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি