ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নব দম্পতির মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৫, ১৩ নভেম্বর ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া মুহুরীগঞ্জ হাই রাস্তা নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নব দম্পতি স্বামী নুর উদ্দিন ও স্ত্রী আকলিমা আক্তার দুই জনেই ঘটনাস্থলে নিহত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগঞ্জ) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

ফাজিলপুর হাইওয়ে (মুহুরীগঞ্জ) পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে। নিহতদের বাড়ি ফেনীর পূর্ব গোবিন্দপুর। তারা মিরসরাইয়ের আরশীনগর ফিউচার পার্ক থেকে ঘুরে বাড়ি ফিরছিলেন। ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট- ০৮৪৫)  সহ ড্রাইভার ও হেলপারকে আটক করে পুলিশ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি