ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার, হাতেনাতে আটক ২

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৮, ১৪ নভেম্বর ২০২১

মাছ শিকারের সময় দুই দুর্বৃত্তকে আটক করে বনবিভাগের কর্মীরা

মাছ শিকারের সময় দুই দুর্বৃত্তকে আটক করে বনবিভাগের কর্মীরা

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুই দুর্বৃত্তকে আটক করা হয়েছে। এসময়ে তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), কাঁকড়া ধরার আঁড়াকল, নিষিদ্ধ জাল, দাঁ-কুড়াল ও একটি নৌকা জব্দ করা হয়।

রোববার (১৪ নভেম্বর) ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে অভিযান চালিয়ে তাদের আটক করে বনবিভাগের স্মার্ট টিম।

আটক ব্যক্তিরা হলেন, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মোঃ ওয়াহেদ শেখের ছেলে মোঃ ইয়াসিন শেখ (৩২) ও লতিফ খাঁয়ের ছেলে সাদ্দাম খাঁ (২৬)। 

চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মোঃ এনামুল হক এ তথ্য জানিয়ে বলেন, নন্দবালা খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালায় স্মার্ট পেট্রোলিং টিম। এসময় তাদের হাতেনাতে আটক করে বনকর্মকর্তা গুলশাখালীর ফরেস্ট ক্যাম্পের ওসি শামসুল আরেফিন। 

পরে তাদের নামে বন আইনে (পিওআর) মামলা দায়ের পর বাগেরহাট কোর্টে চালান দেওয়া হয়েছে বলেও জানান এসিএফ এনামুল।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি