ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে ১৮৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৩, ১৪ নভেম্বর ২০২১

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে শিক্ষার্থীদের

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে শিক্ষার্থীদের

Ekushey Television Ltd.

সারাদেশের সাথে একযোগে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়েছে সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষা। বিভাগের ১৮৭টি কেন্দ্রে ১ লাখ ১৫ হাজার ৭১ পরীক্ষার্থী অংশ নেয়। 

এরমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৩টি কেন্দ্রে অংশ নেয় ৪০ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী।

রোববার সকালে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করে। 

এবার নির্ধারিত তিনটি বিষয়ে পরীক্ষা নিচ্ছে সরকার। এতে করে অটোপাশের চেয়ে মেধার মূল্যায়ন হবে বলে অভিভাবকরা মনে করেন। 

আর বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনুচ বলেন, স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনেই সব কেন্দ্রে পরীক্ষা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি