ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৯, ১৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:২৩, ১৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেই সঙ্গে করোরাকালীন সময়ে অনলাইন ক্লাসে বিশেষ অবদানের জন্য মাধ্যমিক স্তরের ২১ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি