ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষুধা মুক্ত দেশ গড়তে হলে খাদ্যের মজুত বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৯, ১৪ নভেম্বর ২০২১ | আপডেট: ২০:৪৪, ১৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত দেশ গড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই ক্ষুধা মুক্ত দেশ গড়তে হলে খাদ্যের মজুত বাড়াতে হবে।'

তিনি আরও বলেন, শুধুমাত্র জাতীয় মজুত বৃদ্ধি নয় দুটি উদ্দেশ্য খাদ্যবান্ধব এর মাধ্যমে ভোক্তাদের ন্যায্যমূল্যে খাদ্য বিতরণ করা, দুর্যোগ ব্যবস্থাপনাকে মোকাবেলা করা ও কৃষকদের ন্যায্যমূল্য প্রধানের জন্যেই সরকারের পক্ষ থেকে খাদ্য ক্রয় করা হয়। 

রোববার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে সিএসডি ক্যাম্পাসে ৩২০ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে রাইস সাইলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, সারাদেশে ৫ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা আটটি সাইলো নির্মাণ করছে সরকার।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি