ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বহুতল ভবন থেকে ছিটকে পড়ে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৩, ১৫ নভেম্বর ২০২১

খবর শুনে ঘটনাস্থলে ভীড় করেন স্থানীয়রা

খবর শুনে ঘটনাস্থলে ভীড় করেন স্থানীয়রা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বহুতল ভবন থেকে ছিটকে পড়ে মোহাম্মদ আতিক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ২৮ বছর বয়সী মোহাম্মদ আতিক মিজমিজি পাগলাবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে। আহত মেহেদী হাসান (১৮)ও একই এলাকার।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের এক সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীর ব্যানার লাগাতে কদমতলী এলাকার সাততলা বিশিষ্ট ভবন আদনান টাওয়ারে ওঠে ওই হতাহতরা। সেখানে উচ্চধারণ ক্ষমতার বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে ছিটকে পড়েন তারা দুইজন। এসময় ঘটনাস্থলেই আতিকের মৃত্যু হয়।

অপরদিকে গুরুতর আহত মেহেদী হাসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন ভবন থেকে ছিটকে পড়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি